বুধবার, ২০ আগস্ট, ২০২৫

রাষ্ট্র সংস্কারের আগে দরকার দেশের রাজনীতি সংস্কার

একটি দেশের রাজনৈতিক দলগুলো অভিভাবকের ভূমিকা পালন করে থাকে।একটি রাষ্ট্রের অভ্যন্তরে প্রতিটি রাজনৈতিক দল সমাজ ও রাষ্ট্র পরিচালনায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকায় অবতীর্ণ । যাদের হাতে রাষ্ট্রের সম্পদ ও জনগণের রক্ষণাবেক্ষণের দায়িত্ব , সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মজ্জাগত ধারনা যদি হয়,  রাজনীতি করে আয় করা যায়, ভোগ বিলাস করা যায় ,পাওয়ার দেখানো যায়, অপরাধ করে মাপ পাওয়া যায়, তবে ঐ দেশে একশটা বিপ্লব সংগঠিত হলেও মৌলিক কোন পরিবর্তন হবে না ।বাংলাদেশে বাম, ডান, মোল্লা, পুরোহিতদের যে দলই ক্ষমতার সংস্পর্শে গেছে  তাদের নেতা কর্মীদের অধিকাংশই মহাজন হয়ে রাজনৈতিক নেতার পরিচয় হারিয়ে ফেলেছে । দেশ সংস্কার করার আগে রাজনৈতিক দলগুলোর চরিত্র সংস্কার এ মুহূর্তে অতীব জরুরি, কারণ সাংবিধানিক নিয়মে অবশেষে দেশটা রাজনৈতিকদলগুলোই চালাবে । বাংলাদেশের যত নৃশংস কর্মকাণ্ড সংগঠিত হয় তার কারণ খুঁজতে গেলে দেখা যায় প্রতিটি ঘটনার সঙ্গে রাজনৈতিক সংযোগ বা সূত্র রয়েছে ।স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে দেশের শাসন ও বিচার ব্যবস্থাকে কতোটা দেওলিয়ার পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে তা অনুধাবন করা যায়  প্রকাশ্য দিবালোকে খুন, ধর্ষণের মত অপরাধ সংগঠিত হওয়ার চিত্রগুলো দেখে। যেখানে রাজনীতি করা  একজন মানুষের  এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, সেখানে আমাদের দেশে প্রতিটি অপরাধী বড় বড় অপরাধ সংগঠিত করে থাকে রাজনৈতিক পরিচয়ে এবং  রাজনৈতিক শক্তি সাহসকে অবলম্বন করে।রাজনীতির মূলনীতি যদি হয় মানবকল্যাণ তবে রাজনৈতিক দলের সংস্পর্শে গিয়ে একজন মানুষ হয়ে উঠবে সমাজের সেরা মানবিক মানুষ, অথচ আমরা এতো বছরে এমন এক  রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলেছি যে রাজনৈতিক দলের সংস্পর্শে গেলে একজন বৃদ্ধ থেকে তরুণ চাঁদাবাজির মত ভিক্ষাবৃত্তিকে জীবিকা বানিয়ে ফেলে, সেটা করতে গিয়ে প্রয়োজনে মানুষ খুন করতে একটুও দ্বিধা করে না।দেশের বর্তমান প্রেক্ষাপটে এক একটি রাজনৈতিক দল যেন এক একটি চাঁদাবাজ আর নীতিভ্রষ্ট মানুষ উৎপাদনের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। আমাদের  জাতিগত এই সামগ্রিক অবক্ষয়ের দায়ভার দেশের প্রতিটি রাজনৈতিক দলের। কারোরই এই দায়ভার এড়ানোর সুযোগ নেই ।তাই রাজনৈতিক দলগুলোর চরিত্র সংশোধন ও সংস্কার না করে ব্যবাসায়িক মনোবৃত্তির রাজনৈতিক দলগুলোর  হাতে দেশ তুলে দেয়া আর শেয়ালের কাছে মুরগি বর্গা দেয়ার মধ্যে কোন পার্থক্য খুঁজে পাই না ।